Friday, January 29, 2016

বিসমিল্লাহ শরীফের বৈশিষ্ট্য

                                     বিসমিল্লাহ শরীফের বৈশিষ্ট্য

আল্লাহতালা প্রবিত্র কুরআন  শারিফে  ফরমায়েছেন বিসমিল্লাহ শারিফের মধ্যে ১৯ টি হরফ  ১৯ হরফের বিশেষত্ব ‍ এই যে, দিবা রাত্রিতে মোট ২৪ ঘন্টা । ৫ ঘন্টা ৫ ওয়াক্ত নামাযের জন্য  নিদিষ্ট বাকী ১৯ ঘন্টা মানুষের কাজ কম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায়   । আল্রাহতায়ালা ঐ সময়ের মধ্যে এবাদতের জন্য বিসমিল্লাহকে নিদিষ্ট করেছেন । তার বরকতে মানুষ বালা মসিবত হতে বেচে থাকে । সুতরাং প্রত্যেক ঘন্টায় ১৯ বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত ।
হাদীস শরীফে বণিত আছে যখন বিসমিল্লাহ শরীফ অবতীণ হয় তখনতার মযাদা  ও মহানুভবতার ভয়ে পাহাড় পবত কম্পমান হতে থাকে । হযরক আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন যে ব্যক্তি দোযখ রথী উনিশ জন ফেরেশতার আযাব হতে মুক্তিপেতে চায় তার কতব্র অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পাঠ করা ।কারণ বিসমিল্লাহতে  উনিশটি বণ এক একটি বণ পাঠের বরকতে এক একজন ফেরেশতার কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে ।

No comments:

Post a Comment