Sunday, February 14, 2016

একটি অতি মূল্যবান কালাম

ক্কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আছরাফূ আলা আনফুসিহিম লা তাক্কনাতূ মির রাহমাতিল্লাহি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনূবা জামী আন । ইন্নাহু হুয়াল গাফূরুর রাহীমু

ফজিরত
নবী কারীম (সাঃ) ইরশাদ করেন যে এ আয়াতের পরিবতে সমগ্র দুনিয়াও গ্রহণ করতে রাজী নই । একজন সাহাবী আরজ করলেন যদি সে ব্যক্তি শিরক করে? নবী সাল্লা্ল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কিছুথণ চুপ করে থাকার পর বললেন সাবধাণ যদিও সে শিরক করে এ কথাটি নবী (সাঃ)তিনবার করে বললেন ।

No comments:

Post a Comment