Friday, February 12, 2016

আয়াতুল কুরসী এর ফযীলত

কুরআন পাকের সবশ্রেষ্ট আয়াত হল আয়াতুল কুরসী । এ আয়াতের মধ্যে আল্লাহ তায়ালার সত্তাবাচক ও গুণবাচক নামের  সমাবেশ হয়েছে । তার প্রভুত্ব একাত্ববাদ জীবন ঙ্গান স্হায়ীত্ব অধিকার কুদরত অভিপ্রায় ইত্যাদি গুণাবলির বণনা হয়েছে ।
হাদীস শরীফে বণিত আছে প্রত্যেক বস্তুূর  একটা মূল বা চূড়া আছে ।পবিত্র বোরআন শরীফের শীষ সূরায়ে বাকারা এবং উত্তম আয়ত হল আয়াতুল কুরসী । (তিরমিজী)
হযরত উবাই ইবনে কাব (রা) হতে সণিত একদা রাসূলে পাক  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে জিঙ্গেস করলেন হে আবুল মোনজের পবিত্র কালামে পাকের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয় । আমি বললাম আয়াতুল কুরসী। উত্তর শুনে হুযুর সাল্লাল্লাহু আৃলাইহি ওয়া সাল্লাম তার পবিত্র হাত দ্বারা আমাকে বুকে র্মৃৃৃদু আঘাত করে সললেন হে আবুল মোনজের কি উত্তম ঙ্গানই না তুমি অজন  করেছ ।

হাদীস শরীফে বণিত আছে যে ব্যক্তি প্রত্যক নামাযের পর আয়াতুল কুরসী পড়বে তার বেহেশতে প্রবেশে মৃত্যু ব্যতীত আর কোন বাধা দিতে পারবে না ।
শুইবার পূবে এ আয়াত শরীফ পড়ে শয়ন করলে নিজের ও প্রতিবেশীর বাড়িঘর নিরাপদে থাকবে । এ আয়াত শরীফ এশার পরে তিনবার পড়ে হাতে ফুক দিয়ে  একটি বা তিনটি তালি দিলে  আল্লাহর ইচ্ছা  চোর ডাকাত বা অন্য সব অনিষ্ঠ হতে নিরাপদে থাকবে।

অন্য এক হাদীসে বণিত আছে যে ব্যক্তি সকাল ও নিদ্রায় যাবার কালে  আয়াতুল কুরসী পাঠ করবে আল্লাহ তায়ালা তার রখক দিন রাতের মধ্যে শয়তার তার কোন অনিষ্ট করতে পারবে না 

সহীহ হাদীস শরীফে বণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন  যে ব্যক্তি ভোর বেলা এবং নিদ্রার পূবে এ আয়াতুল কুরসী পাঠ করবে স্বয়ং আল্লাহ তায়ালা তার তত্ত্বাবধানকারী হবেন । সুতরাং দিবা রাত্রির মধ্যে কখনো শয়তান তার নিকট ঘেষতে পারবে না 
কারো শরীর বন্ধ করতে হলে  এশার নামাযের পর এ আয়াতুল কুরসী ‍তিন বার পাঠ করে উভয় হাতে দম করে একটি তালি দিবে ।আ্ল্লহর রহমতে শরীরের উপর জ্বীন পরী বা ভূত প্রেত তার কোনরুপ থতি সাধন করতে পারবে না
প্রত্যেক ফরজ নামাযের পূবে অথবা পরে এটা একবার করে পাঠ করলে উপাজন বৃদ্ধি হবে প্রাত:কালে এ আয়াত পড়ে কাযে বের হলে কোন বিষয়ে কারো মুখাপেখী হতে হবে না 

গভীর নাত্রে একাকী চলবার সময় কিংবা কোন ভয় সকুল নিজন স্হানে উপস্হিত হয়ে এ আয়াতটি পড়তে থাকলে আল্লহর রহমতে কোন জ্বিন ভূত পরী বা অন্য কিছুতেই কোনরুপ খতি করতে পারবে না ।

                                                             আয়াতুল কুরসী 
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যূল কাইয়্যৃম । লাতা খুযুহু ছিনাতুও ওয়ালা নাউম। লাহু মা ফিছছামাওয়াতি ওয়া মাফিল আরদ । মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহ ইল্লা বিইযনিহী ইয়া লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইয়িম মিন ইলমিহী ইল্লা বিমাশাআ ওয়া ছিয়া কুরসীয়্যূহুছ সামওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়া উদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যূল আযীম ।                                                          আগের পেজ   
           

No comments:

Post a Comment