Saturday, February 13, 2016

কালিমায়ে তামজীদ (গুণবাক্য )

লা ইলাহা ইল্লা আন্তা নূরাই ইয়াহদি আল্লাহু লিনূরিহী মাই ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালীনা থাতামুন নাবিয়্যীনা
অথ=হে আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই । স্বীয় নূরের দ্বারা যাকে ইচ্ছা তিনি হিদায়াত দান করে থাকেন । মুহাম্মদ(সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল এবং সমস্ত রাসূলগণের অগ্রগামী (ইমাম) সবশেষ নবী ।


                                              ঈমানে মুজমাল (সংখিপ্ত ঈমান)

আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহী ওয়া ছিফাতিহী ওয়া ক্বাবিলতু জামী আ আহকামিহী ওয়া আরকানিহী

অথ=মহান আল্লহ পাকের  জাত এবংছিফতসমূহের প্রতি আমি বিশ্বাস স্হাপন করলাম আর মহান আল্লাহর আদেশ নিষেধসমূহ আমি বিনা দ্বিধায় কবুল গ্রহণ করলাম

                                                   ঈমানে মুফাচ্ছাল (বিস্তারিত ঈমান)

আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল ক্বাদরি ‍খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তাআলা ওয়াল বাছি বাদাল মাওতি
অথ=আমি ঈমাম আণলাম মহান  আল্লাহর প্রতি এবং তার ফিরিশতাগনের প্রতি এবং তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগনের ওপর এবং শেষ বিচারের দিনের ওপর  এবং তাকদীরের ভাল মন্দ আল্লহ কতৃক  নিয়নি্ত্রত  কথার প্রতি এবং মৃত্যুর পর  পুনরুস্থাপনের প্রতি ।

No comments:

Post a Comment